Business

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ব্রিজ মোহন খৈতান

চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি তথা এক মানবিক মুখ ব্রিজ মোহন খৈতান। কলকাতাবাসী এই শিল্পপতি নিজের উদ্যোগে দেশের চা শিল্পের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। একার চেষ্টায় তৈরি করেছিলেন অসমে তাঁর চা সাম্রাজ্য। গত শনিবার তাঁর মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বিপত্নীক ব্রিজ মোহন খৈতান রেখে গেলেন তাঁর ছোট ছেলে আদিত্য খৈতান ও মেয়ে দিব্যা জালানকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

আইনজীবী পরিবারের ছেলে ব্রিজ মোহন চা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করায় মন দেন। প্রথমে শুরু করেন অসমে চা ব্যবসা দিয়ে। তারপর ক্রমশ অসম জুড়ে চা বাগানে নিজের প্রবল প্রতিপত্তি তৈরি করেন। পরে তিনি তাঁর চা সাম্রাজ্য উগান্ডা, রোয়ান্ডা, ভিয়েতনামেও ছড়িয়ে ফেলেন।

চা বিশ্বে তাঁকে সকলে চিনতেন এভারগ্রিন টি ম্যান অফ ইন্ডিয়া নামে। একজন শিল্পপতি হিসাবে নিজেকে শিখরে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্রিজ মোহন খৈতানের মানবিক চেতনার কথা সকলের জানা।

ব্রিজ মোহন খৈতানের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে শোকপ্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ব্রিজ মোহন খৈতানের মৃত্যুতে দুঃখিত। তিনি ছিলেন রাজ্যের ব্যবসায়িক পরিবারের অন্যতম মুখ। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল। কলকাতার এই শিল্পপতির মৃত্যুতে শহরের ব্যবসায়িক মহলেও শোকের ছায়া নেমে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *