রাতের বৈঠকের জের, সরানো হল কলকাতার নগরপাল সহ ৪ স্বাস্থ্য আধিকারিককে
কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে সরিয়ে দিল নবান্ন। মুখ্যমন্ত্রীর বাসভবনে হওয়া সোমবার রাতের বৈঠকের ফল বের হওয়া শুরু। সরানো হল ৪ স্বাস্থ্য আধিকারিককেও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথমে নবান্নে এবং পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বৈঠক দরজায় পৌঁছেও ভেস্তে গিয়েছিল। কিন্তু সোমবার সেই বৈঠক অবশেষে হল। মুখ্যমন্ত্রীর বাসভবনেই হল।
সেখানে তাঁদের ৫ দফা দাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকের পরদিনই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার নগরপাল পদ থেকে সরানো হল নগরপাল বিনীত গোয়েলকে।
রাজ্যসরকারের তরফে বিনীত গোয়েলকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে তাঁকে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করা হয়েছে। সেই সঙ্গে কলকাতা পুলিশের ডিসি নর্থ-কেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে ইএফআর-এ।
রাজ্যসরকার কলকাতার নতুন নগরপাল হিসাবে বেছে নিয়েছে মনোজ বর্মাকে। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে নিয়ে এসে তাঁকে নগরপাল করা হল।
শুধু পুলিশের বড়কর্তার পরিবর্তনই নয়, জুনিয়র ডাক্তারদের ক্ষোভের মুখে ৪ স্বাস্থ্য অধিকর্তাকেও বদলি করেছে নবান্ন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তুভ নায়েককে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্যসরকার।
সরানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তার নামও সামনে এসেছে। এই পদে বসছেন স্বপন সোরেন। এছাড়া রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইন্সটিটিউট-এর অধিকর্তার পদ থেকে সরানো হয়েছে সুপর্ণা দত্তকে।
অন্যদিকে স্বপন সোরেনকে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে জুনিয়র ডাক্তারদের দাবির একাংশ বৈঠকের পরদিনই বাস্তবায়িত করল সরকার।