Kolkata

১০ হাজার পার করল রাজ্যে আক্রান্তের সংখ্যা

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের দোরগোড়ায় গত বৃহস্পতিবার গিয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার তা পার করল ১০ হাজারের গণ্ডি।

কলকাতা : পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করল। গত একদিনে নতুন করে ৪৭৬ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ২৪৪ জনে। ৮ হাজার ৭৫৮টি নমুনা এদিন পরীক্ষা হয়। তারমধ্যে ৪৭৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করার পাশাপাশি রাজ্যে করোনায় মৃতের সংখ্যাও বাড়ল। গত একদিনে ৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫১ জন। অন্যদিকে এদিন ২১৮ জন করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে এখনও করোনা মুক্ত হলেন ৪ হাজার ২০৬ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৫৮৭ জন। করোনা মুক্ত হওয়ার হার বৃদ্ধি পেয়েছে। হয়েছে ৪১.০৫ শতাংশ। রাজ্যে করোনা সংক্রমণে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা। ২ নম্বরে রয়েছে হাওড়া। ৩ নম্বরে উত্তর ২৪ পরগনা। ৪ নম্বরে হুগলি। ৫ নম্বরে দক্ষিণ ২৪ পরগনা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *