Kolkata

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে চালু হতে পারে মেট্রো

মেট্রো দ্রুত চালু করতে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন মেট্রো কর্তারা। চলতি মাসের মাঝামাঝি থেকে মেট্রো শুরুর সম্ভাবনা রয়েছে।

কলকাতা : আনলক ৪ পর্বে মেট্রো চলাচলে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন মেট্রো চলাচলে তাঁদের আপত্তি নেই। তবে নিয়মবিধি নেমে নিয়ন্ত্রিত ভাবে চালু করতে হবে। মেট্রো চালু করতে চাইলে রাজ্য প্রশাসনের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বৈঠক করতে পারে। সেইমত বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন মেট্রো কর্তারা।

রাজ্যের তরফে বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার এবং কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। যা ইঙ্গিত মিলেছে তাতে চলতি মাসের মাঝামাঝি থেকে চালু হতে পারে মেট্রো। তবে অনেক নিয়মবিধি নেমে। মেট্রো চালুর তোরজোড় অবশ্য এই বৈঠকের আগেই চালু হয়ে গেছে। বিভিন্ন স্টেশনকে স্যানিটাইজ করা, লাইন ঠিকঠাক রয়েছে কিনা তা পরীক্ষা করা, মেট্রোর রেক স্যানিটাইজ করার কাজ আগেই শুরু হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মেট্রো চালু হলেও তা আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানোর চিন্তাভাবনা রয়েছে। স্টেশনে নির্দিষ্ট দূরত্ববিধি মেনে দাগ দেওয়া হবে। সেখানে যাত্রীদের দাঁড়াতে হবে। যাত্রী এলেই যে তাঁকে প্রবেশ করতে দেওয়া হবে তা নয়। ভিড় এড়াতে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ সকলেই হয়তো সফরের সুযোগ নাও পেতে পারেন। অথবা অপেক্ষা করতে হতে পারে। মেট্রো চলবেও আগের মত কম সময়ের ব্যবধানে নয়, আপাতত ২টি ট্রেনের মধ্যে সময়ের ফারাক থাকবে বেশি।

যাঁদের স্মার্টকার্ড নেই তেমন যাত্রীদের মেট্রো সফরের জন্য অ্যাপ দিয়ে টিকিটের কথাও ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। তবে টিকিট সংক্রান্ত পুরো বিষয়টি এখনও পরিস্কার নয়। কেন্দ্র জানিয়েছে মেট্রো সফর করতে হলে যাত্রীর ফোনে আরোগ্যসেতু অ্যাপ রাখতেই হবে। তাছাড়া থার্মাল স্ক্রিনিং নিয়েও চিন্তা ভাবনা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবারও নবান্নে ফের বৈঠকের কথা রয়েছে। কলকাতা ও তার আশপাশের মানুষ অবশ্য তাকিয়ে আছেন মেট্রো কবে চালু হবে সেদিকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *