Kolkata

মেট্রোর ভাড়া বাড়ল

৬ বছর পর ভাড়া বাড়ল কলকাতা মেট্রোর। ২ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়েনি। আবার ২৫ কিলোমিটারের ওপরে ভাড়া বাড়েনি। যা ছিল তাই রয়েছে। মাঝে প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে এক লাফে অনেকটাই ভাড়া বেড়ে যেতে চলেছে মেট্রোর। যা প্রাত্যহিক খরচ করতে মধ্যবিত্তের কিছুটা সমস্যা তো হবেই। যা দেখা যাচ্ছে, ২ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়েনি ঠিকই, কিন্তু একটি স্টেশন থেকে পরের স্টেশন পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার পরের স্টেশনে যেতে গেলেই বদলে যাচ্ছে ভাড়া। ফলে উঠলেই একই স্টেজে এখন দ্বিগুণ ভাড়া গুনতে তৈরি থাকতে হবে সাধারণ মানুষকে। প্রতি স্টেজে বাড়ছে ৫ টাকা করে ভাড়া।

আগামী ৫ ডিসেম্বর থেকে এই ভাড়া বাড়াতে চলেছে মেট্রো। এক নির্দেশিকায় ভাড়া বাড়ানোর কথা মেট্রোর তরফে জানানো হয়েছে। নতুন ভাড়া যা দাঁড়াতে চলেছে তা এরকম। ০ থেকে ২ কিলোমিটার পর্যন্ত আগের ৫ টাকা ভাড়াই রইল। ২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার যেতে এবার ৫ টাকার বদলে গুনতে হবে ১০ টাকা। ৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত এখন ভাড়া রয়েছে ১০ টাকা। এটা দিতে হবে ১৫ টাকা। বৃদ্ধি ৫ টাকা। এরপর ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত এখন দিতে হয় ১৫ টাকা ভাড়া। সেটা হবে ২০ টাকা। ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত এখন দিতে হয় ২০ টাকা। সেটা দিতে হবে ২৫ টাকা। আর ২৫ কিলোমিটারের পর এখনও ২৫ টাকাই দিতে হয়। পরেও ২৫ টাকাই দিতে হবে। ফলে মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকাই রইল। ন্যূনতম ভাড়া ৫ টাকাই রইল। কিন্তু মাঝে সব স্টেজে বেড়ে গেল ৫ টাকা করে ভাড়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কলকাতা মেট্রো ভারতের প্রাচীনতম মেট্রো। এখন অবশ্য ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। সেখানে ভাড়াও বেশি। কলকাতা মেট্রোর ভাড়াই এখনও সবচেয়ে কম। ফলে এখানেও ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তা কার্যকর হল। ভাড়া বাড়ায় মানুষের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ভাড়া বাড়ানোয় পকেটে টান পড়বে। কেউ বলছেন ভাড়া বাড়াক, কিন্তু পরিষেবা ঠিকঠাক দিক। এভাবে মাঝে মধ্যেই মেট্রো বিভ্রাট, আগুন, ধোঁয়া, টানেলে ট্রেন থমকে যাওয়া, গেট বন্ধ খোলা নিয়ে সমস্যা। এগুলো বন্ধ হোক চিরতরে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *