World

মার্কিন হানায় মৃত আইসিস কমান্ডার?


US Attack on ISISমার্কিন বিমান হানায় মৃত্যু হল এক আইসিস কমান্ডারের। আবু ওমর আল সোসানি নামে ওই জঙ্গিনেতা সিরিয়ায় ত্রাস হিসাবে সামনে উঠে এসেছিল। পেন্টাগন তাকে আইসিসের যুদ্ধমন্ত্রী হিসাবে ব্যাখ্যা করত। সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালানোর সময় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন মার্কিন আধিকারিকরা।


আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল সোসানির। সোসানি কোথায় লুকিয়ে আছে সে খবর দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল ওয়াশিংটন। মার্কিন আধিকরিকরা জানিয়েছেন, এদিন সোসানিকে নিকেশ করার লক্ষ্যেই সিরিয়ার আল-সাদাদি শহরে বিমানহানা শুরু করে মার্কিন সেনা। সেই বোমা বর্ষণেই মৃত্যু হয় সোসানির। সোসানির সত্যিই মৃত্যু হয়ে থাকলে তা সিরিয়ায় আইসিসকে আনেকটাই দুর্বল করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *