World

ঐতিহাসিক নবু মন্দির গুঁড়িয়ে দিল আইএস

Temple of Nabuইরাকের সুপ্রাচীন নবু মন্দির গুড়িয়ে দিল সন্ত্রাসবাদী সংগঠন আইএস। আগাম হুমকি দিয়েই ২ হাজার ৮০০ বছরের বেশী পুরানো মন্দিরটি গুঁড়িয়ে দেয় তারা। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সেই ধ্বংসের ছবি ধরা পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। উত্তর ইরাকের নিমরুদে থাকা এই ঐতিহাসিক নবু মন্দিরে ব্যাবিলনের জ্ঞানের দেবতার পুজো হত। অসিরীয় সভ্যতার অন্যতম নিদর্শন ছিল এই মন্দির। নিমরুদ শহরটা জুড়েই ছড়িয়ে রয়েছে এমন বহু সুপ্রাচীন সভ্যতার ছোট ছোট নিদর্শন। যা এককথায় অমূল্য। নবু মন্দিরটিতে বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার তাদের লক্ষ্য মিশরের পিরামিড বলেও হুমকি দিয়েছে আইএস। নবু মন্দিরের পাশাপাশি টাইগ্রিস নদীর কাছে নিনেভে শহরেও ঐতিহাসিক নিদর্শনগুলি তারা গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইএস। সেখানে বুলডোজার দিয়ে ঐতিহাসিক মাসকি গেট গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে ছবি রয়েছে। যদিও সেই ছবি নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। তাঁদের ধারণা মাসকি গেট আগেই ধ্বংস হয়েছে। কেবল ছবি তোলার জন্য ফের সেখানে বুলডোজার চালিয়েছে আইএস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button