Feature

সমুদ্রের ঢেউ কখনও কখনও চৌকোও হয়, কখন ঘটে এই ঘটনা

সমুদ্রের ঢেউ তো সকলেই দেখেছেন। কিন্তু সে ঢেউ চৌকো হয়না। একের পর এক এসে আছড়ে পড়ে। কিন্তু সমুদ্রে চৌকো ঢেউও হয়।

সমুদ্রের ঢেউ এক এক করে এসে আছড়ে পড়ে বালুকাবেলায়। নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে সেই ঢেউয়ের আছড়ে পড়া চলতেই থাকে। ঢেউ সাধারণভাবে সমান্তরালভাবে এসে আছড়ে পড়তে থাকে।

সেই ঢেউই চেনেন সকলে। কিন্তু সমুদ্র বড়ই রহস্যময়। সেখানে মাঝে মাঝে চৌকো ঢেউও ওঠে। আর চৌকো ঢেউ তৈরি হওয়া মানে কিন্তু চিন্তার কারণ।

চৌকো ঢেউ খুব একটা দেখা না গেলেও যখন সমুদ্রের জলের উপরিভাগ এবং তার তলার অংশে ২ বিপরীতমুখী কারেন্ট বইতে থাকে তখন একে অপরের সঙ্গে সংঘাতে জড়ায়। এই বিপরীতমুখী কারেন্ট বয় সাধারণত জোয়ার ভাটার সময়।

আর এই সংঘাত এক পরিস্থিতির সৃষ্টি করে। একে বলা হয় ক্রস সি বা স্কোয়ার ওয়েভ। যা কেবলই বিপরীতমুখী কারেন্টের ওপর নয়, দেখে মনে হয় জলের ওপর যেন কেউ চৌকো কেটে দিয়েছে।


যেমন চাষের জমিতে চৌকো করে আল দেওয়া হয়, ঠিক তেমনই দেখতে লাগে চৌকো ঢেউকে। যা জলের ওপর বিশাল জায়গা জুড়ে অনেক চৌকো ঢেউ তৈরি করে।

মনে হয় জলের বিশাল একটা অংশ জুড়ে যেন চৌকো চৌকো করে জল দিয়ে দাগ করা হয়েছে। শুধুই ২ বিপরীতমুখী কারেন্ট নয়, তার সঙ্গে এই এলাকায় চলা হাওয়ার ধরন, সমুদ্রের তলদেশের টোপোগ্রাফি, সবের ওপর নির্ভর করে এই চৌকো ঢেউ তৈরি হবে কিনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button