Sports

স্মিথ-ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে ভাল জায়গায় অজিরা, পাল্টা লড়ছে ভারতও

স্মিথ আর ম্যাক্সওয়েল না থাকলে অস্ট্রেলিয়ার এই টেস্টে কী দশা অপেক্ষা করছিল তা বলা মুশকিল। কিন্তু যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। বরং যেটা হল সেটা দলের জন্য দুই ব্যাটসম্যানের দাঁত কামড়ে লড়াই। এদিন ব্যাট করতে নেমে স্মিথ ও ম্যাক্সওয়েল জুটি দলের রান টেনে নিয়ে যান ৩৩০ পর্যন্ত। অবশেষে ম্যাক্সওয়েল ১০৪ রান করে জাদেজার বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন। কিন্তু তখনও স্মিথ মাঠে। এরপর ওয়েড ও পরে ওকিফ-এর সঙ্গে জুটি বেঁধে দলের রান স্মিথই টেনে নিয়ে যান ৪৫১-তে। প্রথম ইনিংসেই ভারতের জন্য বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে স্মিথ নিজে অপরাজিত থেকে যান, শেষ হয় অজি ইনিংস। ব্যাট করতে নেমে ভারতও ভাল ব্যাটিংয়ের স্বাক্ষর রাখে। দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও দলের স্কোরে ব্যক্তিগত ৬৭ রান যোগ করে নিজের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল। দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ১২০ রান। ক্রিজে রয়েছেন পূজারা ও মুরলি বিজয়।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *