National

সেই চাকরির প্রলোভন, সেই শহরে এনে ধর্ষণ

চাকরির টোপ দিয়ে ধর্ষণ, নতুন কোনও কথা নয়। তবু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সেই বিশ্বাস করে ঠকার মর্মান্তিক কাহিনি। এবার মুম্বইয়ে। পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের পাইধোনি এলাকার একটি বহুতলের নর্দমা থেকে উদ্ধার করা হয় এক তরুণীকে। তিনি গণধর্ষণের শিকার বলে দাবি করেন ওই ২৭ বছরের তরুণী। সেই যন্ত্রণা থেকে বাঁচতে ভোররাতে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পালাতে গিয়ে বহুতলের বারান্দা থেকে নিচের নর্দমায় পড়ে যান তিনি। গুরুতর জখম তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণীর অভিযোগ, দিন ১০ আগে উত্তরপ্রদেশ থেকে তাঁকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুম্বই নিয়ে আসে এক পরিচিত ব্যক্তি। মুম্বইয়ে এসে থানের ভিওয়ান্ডি টাউনশিপে ওই ব্যক্তির বাড়িতেই ওঠেন ওই তরুণী। চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফাঁকা বাড়িতে টানা ৮ দিন ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে পায়ধোনির এই ফ্ল্যাটে নিয়ে আসে ওই ব্যক্তি। সেখানে তখন ১ জন উপস্থিত ছিল। ৩ জনে সেখানে রাতের খাবার খায়। তরুণীর অভিযোগ রাতের খাওয়া শেষ হলে সেখানে ২ জনে মিলে তাঁকে ধর্ষণ করে। এরপর আর সহ্য করতে না পেরে অভিযুক্তেরা ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে তরুণী পালানোর চেষ্টা করেন। তখনই ব্যালকনি থেকে পড়ে যান তিনি। ওই তরুণীর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *