Sports

জয় থেকে ৭ উইকেট দূরে ভারত

জিততে গেলে দরকার ৭টা উইকেট। হাতে সময় একটা গোটা দিন। এই শর্তে পঞ্চম দিন হায়দরাবাদে খেলতে নামতে চলেছে বিরাট বাহিনী। রবিবার চতুর্থ দিনের সকালে বাংলাদেশের মেহেদি হাসান আগের দিন করা ব্যক্তিগত ৫১ রানে ব্যাট করতে নেমে এক রানও না করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মুসফিকুরও বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি। ফলে ৩৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। চাইলে ফলো অন করিয়ে ফের বাংলাদেশকে ব্যাট করতে পাঠাতে পারত ভারত। কিন্তু তা না করে ক্রিকেট দক্ষতার পরিচয় দিয়ে ব্যাট করতে নামেন বিরাটরা। দ্রুত রান তোলার তাগিদে দ্রুত উইকেটও খোয়ান। ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান আরও যোগ করে ডিক্লেয়ার দিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলি। ৪৫৯ রান করলে জিতবে, এই শর্তে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নামে বাংলাদেশ। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ১০৩ রান। পঞ্চম দিনে তাদের জয়ের জন্য টার্গেট ৩৫৬ রান। হাতে ৭ উইকেট।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *