Sports

দ্বিতীয় টেস্ট ১৪৬ রানে হারল ভারত

প্রথম টেস্টে হেরে দ্বিতীয় টেস্টেই দুরন্ত কামব্যাক দেখাল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ১১২ রান। জেতার জন্য বাকি ৫ উইকেটে তুলতে হত ১৭৫ রান। পঞ্চম দিনের পিচে সে রান তোলা কার্যত অসম্ভব ছিল। মাত্র ২৮ রান তুলতেই ভারতের বাকি ৫ উইকেট পড়ে যায়। টেস্ট হারে বিরাটবাহিনী। ফলে সিরিজে সমতা ফিরল। ৪ টেস্টের সিরিজে ২ টেস্টের পর ফলাফল ১-১।

পঞ্চম দিনে ভারতের যে ২৮ রান উঠেছে তারমধ্যে ২১ রান করেছেন ঋষভ পন্থই। বাকি সকালে নেমে নিজের খাতায় আরও ৪ রান যোগ করে ২৮ রান করে আউট হন হনুমা বিহারী। উমেশ যাদব করেন ২ রান। বাকি মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মারা খাতা খুলতে পারেননি। ফলে খুব দ্রুতই খেলা শেষ হয়ে যায়। ১৪৬ রানে দ্বিতীয় টেস্ট হারে ভারত। ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *