National

চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, মৃত ৪

গাড়ি চালাতে চালাতে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক। আর সেটাই দুর্ঘটনার মূল কারণ। অন্তত প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ। গাড়ি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় অযোধ্যা লখনউ হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল গাড়িটি। গাড়ির গতি ছিল যথেষ্ট। আচমকাই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।

এই দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন। তাঁকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button