Sports

আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে ভারত

আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটের ১ নম্বর দল হিসাবে উঠে এল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩-০-এ হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া এদিন তাদের শীর্ষস্থান খোয়াল। ১০৮ পয়েন্ট নিয়ে নেমে গেল তৃতীয় স্থানে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে এখনও ভাল ফলের সুবাদে আইসিসির দেওয়া পয়েন্টের হিসাবে ১১২ পয়েন্ট নিয়ে ভারত উঠে এল শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে এই শীর্ষস্থান দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জিততে হবে। বৃহস্পতিবার থেকে পোর্ট অব স্পেনে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। হিসাব বলছে ভারত যদি ওই টেস্ট ড্র করে তাহলে ভারতের স্কোর হবে ১১০। ফলে তারা নেমে যাবে দ্বিতীয় স্থানে। আর হেরে গেলে ১০৮ পয়েন্ট নিয়ে নেমে যাবে তৃতীয় স্থানে। ফলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১ নম্বর জায়গাটা ধরে রাখতে গেলে কোহলি ব্রিগেডকে চতুর্থ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *