বিশ্ব উষ্ণায়নের জের, মশাশূন্য দেশেও এবার ৩টি মশার দেখা পেলেন বিজ্ঞানীরা
মশা পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায়। কিন্তু ১টা দেশ ছিল যেখানে কোনও মশা ছিলনা। সেই মশকহীন দেশেও এবার ৩টি মশার দেখা পেলেন বিজ্ঞানীরা।

গত কয়েক বছরে অনেক দেশের তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই পারদ চড়ার হাত ধরে সেসব জায়গা পতঙ্গদের বাস করার জন্যও সুবিধাজনক হয়ে উঠছে। পৃথিবীর প্রায় সব দেশেই মশা থাকলেও আইসল্যান্ড এমন এক দেশ যেখানে একটিও মশা ছিলনা।
সেটা তার চড়া ঠান্ডা ও আবহাওয়ার কারণে। তবে এবার সেই মশকহীন আইসল্যান্ডেও কানের কাছে মশা গুনগুন করে গান শোনাতে পারে। কিছুদিন আগে পর্যন্তও যা কল্পনার বাইরে ছিল। কিন্তু সেই অসম্ভবও এবার সম্ভব হয়ে গেছে। এতদিন ধরে যে আইসল্যান্ড মশাহীন ছিল সেখানেও এবার শুরু হয়েছে মশার উপদ্রব।
আইসল্যান্ডের রাজধানী শহর রেইকিয়াভিকের অদূরেই মশার অস্তিত্বের কথা জানা গেছে। রেইকিয়াভিক থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২টি স্ত্রী এবং ১টি পুরুষ মশার খোঁজ পাওয়া গেছে। এই প্রথমবার ইউরোপের এই দেশের মাটিতে মশার দেখা মিলল।
আইসল্যান্ডে এর আগেও একবার মশার খোঁজ পাওয়া গিয়েছিল। তবে সেটিকে পাওয়া যায় একটি বিমানের ভিতর। তাছাড়া গোটা বিমানে ওই একটিই মাত্র মশার খোঁজ পাওয়ায় বিষয়টি অতটা আলোড়নের সৃষ্টি করেনি। তবে মশাটি কোথা থেকে এসেছিল তা আজও অজানাই রয়ে গেছে।
এবার খোলামেলা প্রকৃতির মাঝেই ৩টি মশার খোঁজ পাওয়ায় বিষয়টি সম্পর্কে বিজ্ঞানীরা ভাবনাচিন্তা শুরু করেছেন। ন্যাচারাল সায়েন্স ইন্সটিটিউট অফ আইসল্যান্ড-এর এক পতঙ্গবিদ এই মশাগুলির সন্ধান পান।
বিজ্ঞানীদের মতে আইসল্যান্ডে মশার উপস্থিতি আসলে বিশ্ব উষ্ণায়নেরই প্রমাণ। আইসল্যান্ডে প্রচুর জলাভূমি থাকায় তা মশাদের প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। এতদিন জলবায়ুগত কারণে সেখানে মশার দেখা পাওয়া যেত না।