SciTech

সমুদ্রের তলায় লুকিয়ে থাকা তিমিমাছের কবরখানার হদিশ

তিমিমাছের কবরখানা। এমন একটা কিছুও যে থাকতে পারে তা অনেকেরই হয়তো অজানা। কিন্তু সেই ছবি এবার ক্যামেরাবন্দি হল।

তিমিমাছেরও যে একটা আলাদা কবরখানা জলের তলায় থাকতে পারে তা অবাক করে। কেই বা তাদের সেখানে নিয়ে যাবে। কিন্তু এক ফটোগ্রাফার স্কুবা ডাইভ করে জলের তলায় ভেসে বেড়ানোর সময় এমনই এক কবরখানার হদিশ পেয়েছেন।

তাঁর ক্যামেরায় সেই ছবি বন্দিও হয়েছে। যেখানে দেখা গেছে সমুদ্রের তলদেশে এক শিহরণ জাগানো স্থান। একধারে বরফের মোটা দেওয়াল উঠে গেছে। আর তার ধারে সমুদ্রের তলদেশে একটা জায়গা জুড়ে সারি দিয়ে পড়ে আছে তিমি মাছের মৃতদেহ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গ্রিনল্যান্ডের তাসিলাক উপসাগরের নিচে জমে থাকা ৩ ফুটের বরফের চাদরের ধারে এই তিমিমাছের স্তূপাকৃতি মৃতদেহগুলির অনেকগুলির হাড় বেরিয়ে গেছে। এমন এক হাড় হিম করা ছবি ক্যামেরাবন্দি করে ফেলেন সুইডেনের ফটোগ্রাফার অ্যালেক্স ডসন।

অ্যালেক্সের এই তিমিমাছের কবরখানার ছবি ২০২২ সালের সেরা ছবির শিরোপাও দখল করেছে। ছবিতে সমুদ্রের তলদেশের যে ছবি উঠে এসেছে তা একাধারে সুন্দর এবং শিহরণ জাগানো।

অ্যালেক্স কিন্তু স্কুবা ডাইভ করে সমুদ্রের তলার কিছু ছবি তুলতেই জলের তলায় নেমেছিলেন। কিন্তু সেখানে নেমে যা দেখেন তা দেখে তিনিও অবাক হয়ে যান।

তিমিমাছের এমন কবরখানা যে থাকতে পারে তা তিনিও ভাবতে পারেননি। এরপর এক ফটোগ্রাফারের দক্ষতার পরিচয় দিতে তিনি ভুল করেননি। যা তাঁকে এখন সারা বিশ্বে পরিচিতি এনে দিয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *