SciTech

জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় পরিষেবা

গুগল মানেই পরিষেবার ভাণ্ডার। কিছু চাই মানেই গুগল বড় ভরসা। কিন্তু জুন থেকে তাদের একটি পরিষেবা বন্ধ করার কথা জানিয়ে দিল সংস্থা।

কিছু জানার হলে এখন মানুষ যতনা বই ঘেঁটে সে সম্বন্ধে জ্ঞানার্জন করতে চান, তার চেয়ে ঢের বেশি মানুষ হাঁটেন গুগল করার রাস্তায়। তবে শুধু বিভিন্ন বিষয় জানাই নয়, কিছু কেনার হলেও গুগল বড় ভরসা। সেই তালিকায় হরেক সামগ্রি রয়েছে।

সে আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন, সবেতেই গুগলের মোবাইল শপিং অ্যাপ রয়েছে। যা দিয়ে পছন্দের জিনিস কেনা যায়। যা অনেকের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে সুবিধার রাস্তা খুলে দেয়।

এবার সেই গুগলের মোবাইল শপিং অ্যাপ বন্ধ হতে চলেছে সংস্থা। গুগল সেকথা জানিয়ে দিয়েছে। গুগলের তরফে জানানো হয়েছে আগামী জুন থেকেই এই পরিষেবা তারা বন্ধ করে দিতে চলেছে।

তবে তা কেবল মোবাইলের অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ডেক্সটপ বা ওয়েব ভার্সনে এই সুবিধা এখনকার মতই ভোগ করতে পারবেন সকলে। সেখানে কিছুই বন্ধ হচ্ছেনা।


ফলে ডেক্সটপ থেকে কেনাকাটায় কোনও সমস্যা হবে না। অর্থাৎ শপিং ডট গুগল ডট কম বহাল তবিয়তেই থাকছে। আর তা থেকে কেনাও যাবে পছন্দের যে কোনও কিছুই।

তবে এক্ষেত্রে আর অ্যাপ নয়, ওয়েব ভার্সনকেই ভরসা করতে হবে গ্রাহকদের যদি তাঁরা গুগল থেকেই কিছু পছন্দ করে কিনতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button