World

এক সাইক্লোনে রক্ষে নেই, ভূমিকম্প দোসর

সাইক্লোনের তাণ্ডবেই মৃত্যু বেড়ে চলেছে। তার মধ্যে আবার তীব্র মাত্রার ভূমিকম্প। যা পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে।

ভূমিকম্প শুরু হতেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে মাটি থরথর করে কাঁপছে। কম্পনের তীব্রতাই ছিল সেই পর্যায়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১, যা খাতায় কলমে তীব্র ভূমিকম্প হিসাবেই পরিচিত।

এই মাত্রার কম্পন মানেই প্রবল ক্ষয়ক্ষতিও। এই কম্পনের জেরে প্রায় দেড় হাজারের কাছে বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

৪০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। কম্পনের ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে।

ভূমিকম্পে পূর্ব জাভা তছনছ হয়ে গেছে। তার আগেই কিন্তু ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেনগারা প্রদেশ তছনছ হয়েছে সাইক্লোনের দাপটে।

সাইক্লোন সেরোজা আছড়ে পড়ার পর সেখানে কার্যত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ১১৭ জনের মৃত্যু হয়েছে। ৪৫ জনের ওপর মানুষের কোনও খোঁজ নেই।

তছনছ হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। অগুন্তি গাছ উপড়ে গেছে। মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাতদিন এক করে চলছে উদ্ধারকাজ।

তারপরেও এখনও ধ্বংসের চিহ্নই সর্বত্র ছড়িয়ে রয়েছে পূর্ব নুসা তেনগারা প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button