Freeze Frame

নতুন বছরের সকালে একফালি সুন্দরবন


নতুন বছর শুরুর সকালে বিদ্যাধরী নদীর বুকে ভেসে পড়েছিলেন ক’জন। রোদঝরা সকালে সবুজ জলে খেলা করছিল হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় সারা গায়ে মিঠে রোদ মেখে সবুজ প্রকৃতির চরে নজরে পড়ল বালি বোঝাই নৌকা। ক্যামেরাবন্দি হল সেই ছবি।


দয়াপুর ঘাটে ভিড়ে নৌকায় চলছে মধ্যাহ্নভোজনের আয়োজন। বিদ্যাধরী নদীর তিরতির করে বয়ে যাওয়া জলের ধারে বছরের প্রথম দিনে এই বা বনভোজনের চেয়ে কম কীসে! মাঝি মল্লারের সেই ভোজন আয়োজন বন্দি হল শহুরে ক্যামেরার লেন্সে।


(ছবি – সৌগত দে – My Wild India)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *