বাঘের খাস ডেরা পেতে চলেছে নতুন পরিচয়
বাঘদের খাস ডেরা এবার এক নতুন পরিচয়ে পরিচিত হতে চলেছে। এতদিন এ নিয়ে কানাঘুষো চললেও এবার তা কার্যত নিশ্চিত হয়ে গেল।
রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বললেই যে গহন অরণ্য, জালের মত ছড়িয়ে থাকা খাঁড়ি, কুমির এবং অন্য জন্তু জানোয়ারের উপস্থিতি ভরা বিস্তীর্ণ এলাকা চোখের সামনে ভেসে ওঠে তা সুন্দরবন নামে পরিচিত।
পশ্চিমবঙ্গের এই বাঘের ডেরা বিশ্বখ্যাত। যেখানে দেশের জাতীয় পশুর নিশ্চিন্ত বিচরণ। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা-র অংশ নিয়ে তৈরি সুন্দরবন।
এই সুন্দরবন বিপদসংকুল জঙ্গলের জন্য বিখ্যাত হলেও এখানে বহু মানুষের বাস। যাঁদের প্রশাসনিক সুবিধা পেতে অনেক পথ অতিক্রম করতে হয়। বাঘের উপদ্রব তো আছেই, সেইসঙ্গে বারবার সামাল দিতে হয় ঝড়ের ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ।
এবার সেই সুন্দরবনের ভোল বদলে ফেলার উদ্যোগের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জে একটি প্রশাসনিক সভা থেকে তিনি জানিয়ে দেন দ্রুত একটি নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সুন্দরবন।
একবার সুন্দরবন আলাদা জেলা হয়ে গেলে এখানকার মানুষ বিভিন্ন পরিষেবা ও সুযোগ সুবিধা সহজে ভোগ করতে পারবেন। উন্নয়নও পালে হাওয়া পাবে।
সুন্দরবনে এখন ১৯টি ব্লক ও ১৬টি থানা রয়েছে। ১৯টির মধ্যে ৬টি ব্লক উত্তর ২৪ পরগনায়। বাকিগুলো দক্ষিণ ২৪ পরগনায়। এগুলি একসঙ্গে করে সুন্দরবন নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করলে তা হবে রাজ্যের ২৪ তম জেলা।
সুন্দরবনের অমোঘ টান বহু দেশবিদেশের পর্যটকদের টেনে আনে এখানে। তবে পর্যটন পরিকাঠামো শক্তিশালী না হওয়ায় স্থানীয় মানুষ পর্যটন থেকে অর্থ উপার্জনের পথ পাচ্ছেন না।
সুন্দরবন জেলা হওয়ার পর সেখানে পর্যটনে বিশেষ গুরুত্বের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া সুন্দরবনের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।