Sports

১ লক্ষ ছাত্রকে ফুটবলার বানাতে রাজ্যের ১০ লক্ষ গোল প্রকল্প

সামনেই ফুটবল বিশ্বকাপ। সেজন্য কার্যত ফুটছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই এ দেশও। এবার তাই ফুটবল জ্বরের মধ্যে ১ লক্ষ ছাত্রকে ফুটবলার বানানোর উদ্যোগ নিল সরকার।

কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ভারত ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ কখনও পায়নি। তবে দর্শকের গুনতিতে অনেক নামকরা ফুটবল খেলিয়ে দেশের সমর্থকদের হেলায় হারিয়ে দিতে পারে ভারত।

সেই ভারতেই এবার এক রাজ্যে শুরু হল বিশেষ প্রকল্প। ঈশ্বরের আপন দেশে এবার ১ লক্ষ ফুটবলার বানাতে চলেছে রাজ্যসরকার। সেজন্য রাজ্যের স্কুলগুলি থেকে ছাত্রদের বেছে নেওয়া হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্য জুড়ে ১ হাজারটি প্রশিক্ষণ শিবির চালু করা হবে। সেসব প্রশিক্ষণ শিবিরের প্রতিটিতে ১০০ জন করে ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ফুটবলের বুনিয়াদি শিক্ষা প্রদান করা হবে ছাত্রদের। ১০ ধরে চলবে এই শিবির। এখান থেকে যেসব ছাত্রের মধ্যে সম্ভাবনা দেখা যাবে তাদের বেছে নিয়ে টানা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে কেরালা সরকারই।

ফুটবলের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত। কিন্তু ক্রমে দেশের সর্বত্রই ফুটবলের প্রচলন বেড়েছে। কেরালায় অবশ্য ফুটবল খেলার চল অনেক আগে থেকেই রয়েছে।

তাই কেরালা সরকার বিশ্বকাপ ফুটবলের আগেই ফুটবল উন্মাদনার পারদ তুঙ্গে তুলতে চাইছে। সেজন্য ‘ওয়ান মিলিয়ন গোলস’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে তারা। সেই প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে স্কুলের ১ লক্ষ ছাত্রকে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হবে।

কেরালার ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে কেরালায় আরও একটি প্রকল্প চালু করা হবে। নাম দেওয়া হবে ‘গোল’। যার আওতায় রাজ্যের ৫ লক্ষ ছাত্রকে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *