Sports

আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতেই স্টেট ব্যাঙ্কের পাসবইয়ের কদর বাড়ল

আর্জেন্টিনা পৌঁছে গেছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে তারা মুখোমুখি ফ্রান্সের। আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতেই বেড়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবইয়ের কদর।

পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি সারা ভারততেও আর্জেন্টিনার ভক্ত কম নয়। অনেকেই আর্জেন্টিনাকে সমর্থন করছেন লিওনেল মেসিকে ভালবেসে। লক্ষ লক্ষ মেসি ভক্ত ছড়িয়ে আছেন ভারত জুড়ে। তাঁরা আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতে আনন্দে আত্মহারা। এখন তাঁরা চাইছেন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ হাতে উঠুক মেসির।


আবার অন্যদিকে অনেক ফ্রান্স ভক্তও রয়েছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছয়। আর ফাইনালে পৌঁছনোর পরই ভারত জুড়ে আর্জেন্টিনার ফ্যানেরা আনন্দে মেতে উঠেছেন।

যার প্রকাশ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতেই সেলিব্রেট হচ্ছে স্টেট ব্যাঙ্কের পাসবই নিয়ে।



প্রশ্ন উঠতেই পারে আর্জেন্টিনা, ফুটবল আর স্টেট ব্যাঙ্কের পাসবই এসবের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে। আর সেজন্যই সকলে স্টেট ব্যাঙ্কের পাসবইয়ের ছবিতে ভরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া। কারণটা খুব শক্তও নয়।

আর্জেন্টিনা মানেই আকাশি নীল, সাদা ডোরা। আর স্টেট ব্যাঙ্কের পাসবইও ঠিক একই রংয়ে তৈরি। সেখানেও আকাশি নীল ও সাদা ডোরা।

আর্জেন্টিনার জার্সি ও স্টেট ব্যাঙ্কের পাসবই একই দেখতে, একই রং। সেখানেই মিল খুঁজে নিয়েছেন আর্জেন্টিনার ভক্তকুল। আর্জেন্টিনার ফাইনালে পৌঁছনো সেলিব্রেট করতে তাঁরা স্টেট ব্যাঙ্কের পাসবইয়ের ছবি দিয়ে কিছুটা হলেও বুদ্ধিদীপ্ত মজার স্বাক্ষর রেখেছেন।

ফলে এখন আর্জেন্টিনার ভক্তদের পছন্দের পোস্ট হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবই। অবশ্যই ভারতীয় আর্জেন্টিনা সমর্থকরাই স্টেট ব্যাঙ্ক পাসবই আনন্দে শামিল হয়েছেন।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button