National

ভূমিকম্পে কেঁপে উঠল করোনায় নাজেহাল দিল্লি

করোনা নিয়ে উদ্বেগ রয়েছে প্রায় সকলের মনেই। তারমধ্যেই মরার ওপর খাঁড়ার ঘায়ের মত নেমে এল ভূমিকম্পের ভীতি।

দিল্লিতে চলছে লকডাউন। দিল্লির বেশ কিছু এলাকাকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। লকডাউনের জেরে দিল্লিবাসী আপাত দেশের অন্য অংশের মতই গৃহবন্দি। অবশ্যই স্বদিচ্ছায়। করোনা চেনকে ভাঙতে এই উদ্যোগ।

তবে করোনা নিয়ে উদ্বেগ রয়েছে প্রায় সকলের মনেই। তারমধ্যেই মরার ওপর খাঁড়ার ঘায়ের মত নেমে এল ভূমিকম্পের ভীতি। রবিবার সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ কেঁপে উঠল দিল্লি ও তার আশপাশের বিশাল এলাকা। লকডাউনের মধ্যেই কিছু মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

দিল্লিতে কম্পনের মাত্রা ছিল ৩.৭। রিখটার স্কেলে ধরা পড়া এই কম্পনের মাত্রাকে অবশ্য মৃদু কম্পন হিসাবেই ধরে নেওয়া হয়। তবে করোনার উদ্বেগ, লকডাউনের মধ্যেই এভাবে মাটি কেঁপে ওঠা দিল্লিবাসীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

জানা যাচ্ছে কম্পনের কেন্দ্রস্থল ছিল দিল্লি ও উত্তরপ্রদেশ সীমান্তে মাটির ৮ কিলোমিটার নিচে।

কম্পন অনুভূত হওয়ার পরই ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, দিল্লিতে কম্পন অনুভূত হল। দিল্লিবাসীর উদ্দেশ্যে লেখেন তিনি আশা করেন সকলে সুস্থ আছেন।

কম্পন আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলেও কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তিরও ক্ষতি হয়নি। বিকেল থেকে সন্ধে পর্যন্ত এই কম্পন ঘিরে আতঙ্কের পরিবেশ ছিল।

অনেকেই লকডাউনে বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের কথা জানান। কম্পনের কথা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *