Entertainment

লন্ডনে গয়না কিনছেন দীপিকা? বিয়ে কি তবে সামনেই!

দেশের ‘মোস্ট ভিআইপি কাপল’-এর বিয়েটা মিস করে গেছে সংবাদমাধ্যম। তাই দ্বিতীয়বার আর কোনও ভুল করতে চাইছে না কেউই। বিরুষ্কার রূপকথার বিয়ের পর নহবত বাজার সম্ভাবনা আছে আরও এক যুগলের। জেন ওয়াই-এর হার্টথ্রব তাঁরা। একজন হলেন রুপোলী পর্দার ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। আর অপরজন রণবীর সিং। ব্যক্তিগত জীবনে রানি দীপিকার হৃদয়ের রাজা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পর বিয়ের ফুল ফোটার পালা দীপবীরের। এমন একটা জল্পনা ছিলই। যা আরও উস্কে দেয় বেশ কিছু ঘটনা।

জন্মদিনে দীপিকাকে বেনারসি শাড়ি উপহার দেন রণবীরের মা। বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে গিয়ে দীপিকার বাড়িতে রণবীরের মা-বাবার সঙ্গে গোপন মিটিং সারেন দীপিকার অভিভাবক। তারপর পাত্রপাত্রীসহ দুই পরিবারকে ‘আউটিং’ করতেও দেখা যায়। গুজব ওঠে, বিয়ের তারিখ পাকা করতেই এত গোপন যোগাযোগ বজায় রাখছে দুই পরিবার! সেই গুজবেই এক মণ ঘি পড়ল রণবীরের মা-বাবার সাথে দীপিকার গয়না কেনার ঘটনা সামনে আসায়। সম্প্রতি দীপিকা ঘাড়ে, পিঠে চোট পেয়ে লন্ডনে বিশ্রামে আছেন। প্রেমিক রণবীর এইসময় পাশে থাকতে পারছেননা। তিনি এখন আলিয়া ভাটের সাথে ‘গুল্লু বয়’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। হবু পুত্রবধূকে সঙ্গ দিতে লন্ডনে পাড়ি দিয়েছেন রণবীরের মা-বাবা। সেখানে দীপিকাকে হবু শ্বশুর-শাশুড়ির সাথে গয়না কেনাকাটা করতে দেখা গেছে। তবে কি বিয়ের জন্যই সকলের চোখের আড়ালে গিয়ে কেনাকাটা শুরু করেছেন দীপিকা? সেই জল্পনাতেই এখন শোরগোল পড়ে গেছে বি-টাউনে।

প্রেম, বিয়ে আর চমক। বলিউড হোক বা টলিউড, এটাই এখন তারকাদের নতুন ট্রেন্ড। সেই ট্রেন্ড ধরে রেখেই কি আগামী ৩-৪ মাসের মধ্যে এক হতে চলেছেন দীপিকা ও রণবীর? লাখ টাকার সেই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *