World

বিস্ফোরণে ধসে গেল আস্ত বাড়ি, মৃত ৭

রবিবার সকালে প্রবল বিস্ফোরণে আঁতকে উঠলেন স্থানীয় মানুষজন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে যখন তাঁরা দেখার চেষ্টা করলেন কী হয়েছে ততক্ষণে একটি বাড়ি প্রায় ধসে গেছে। বাড়ির সামনের দিকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয় একতলায়। তারপরই সেই প্রবল কম্পনে বাড়িটি তাসের ঘরের মত ভেঙে পড়ে। সে সময় বাড়িটিতে অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের ৭ জনের ধসের তলায় চাপা পড়ে মৃত্যু হয়। ৩২ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্ফোরণর পরই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ জানাচ্ছে, গ্যাস লাইনে বিস্ফোরণের জেরেই এই ঘটনা। গ্যাস লাইনে প্রবল বিস্ফোরণ হয়। বাড়ির একতলায় ছিল গ্যাসের লাইনটি। সেখানে বিস্ফোরণে পুরো বাড়িটা ধসে পড়ে। তবে ঠিক কী কারণে গ্যাস লাইনে বিস্ফোরণ হল তা এখনও অজানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশে রবিবার সপ্তাহের অন্যান্য দিনের মতই একটি কর্মব্যস্ত দিন। এদিন সকালে এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বাংলাদেশের গ্যাস লাইনে বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নতুন কিছু নয়। প্রায়ই এমন ঘটনার খবর পাওয়া যায়। গত অক্টোবরেই বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৭ জনের। যারর মধ্যে ৬টি শিশু ছিল। গত ফেব্রুয়ারিতেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়ংকর আগুন লেগে যায় পুরনো ঢাকার একটি বাড়িতে। সেখান থেকে আগুন ছড়ায় আশপাশের বাড়িতে। মৃত্যু হয় ৮১ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *