World

বিপুল ভোটে জয়, বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতল শেখ হাসিনার দল আওয়ামী লিগ। এই নিয়ে টানা তৃতীয় বারের জন্য বাংলাদেশের শাসনভার গেল ৭১ বছর বয়স্ক হাসিনার হাতে। রবিবার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় ভোট গণনা। তাতে শুরু থেকেই হাসিনার পালে হাওয়া ভারী বোঝা যাচ্ছিল। অবশেষে সোমবার সকালেই পরিস্কার হয়ে গেল বাংলাদেশের শাসনভার কার হাতে থাকছে। ১২টি আসন বাদে ২৮৮টি আসনই জিতে নিয়েছে আওয়ামী লিগ। ফলে পরিস্কার যে বিরোধী দল বলেই কোনও শক্তি এই ভোটে কাজ করেনি। বিরোধী হিসাবে ভোটে অংশ নেওয়া বিএনপি জোট জিতেছে মাত্র ৭টি আসন। তবে রবিবার ভোট গ্রহণের সময় বাংলাদেশ জুড়ে হিংসা দেখা গেছে। ঝরেছে ১৭টি প্রাণ। আহত বহু। রক্ত ঝরেছে প্রায় সর্বত্র।

বিএনপি জোট এই পরাজয়ের পর ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ সামনে এনেছে। তাদের দাবি, বাংলাদেশে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোটে মানবাধিকার লঙ্ঘনেরও দাবি করেছে তারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *