National

অস্বাভাবিক ঠান্ডা, তাজের শহরে বিপর্যস্ত জনজীবন


তাপমাত্রার পারদ নেমেছে ১.৭ ডিগ্রিতে। ঠান্ডার চোটে জমতে বসেছে গোটা শহর। যেটুকু কাজ তা সারতে হচ্ছে দুপুরের মধ্যেই। সকাল বা বিকেলের পর বাড়ি থেকে বার হওয়া যাচ্ছেনা। এমনই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডা হাওয়ায় হাড় পর্যন্ত জমে যাচ্ছে। এমন অস্বাভাবিক ঠান্ডা বড় একটা দেখতে হয়না তাজমহলের শহর আগ্রাকে। কিন্তু এবার ঠান্ডা যেমন তার ব্যাটিং ধরে রেখেছে, তেমনই উত্তরোত্তর বাড়ছে তার দাপট। যার জেরে বিকেল নামলেই গৃহবন্দি হয়ে পড়ছে গোটা শহর।


যদিও এমন ঠান্ডায় যেখানে আগ্রা শহরের মানুষই জমে যাচ্ছেন, সেখানে পর্যটকদের ভিড়ের সীমা নেই। কোনও ঠান্ডাই পর্যটকদের তাজ দর্শন থেকে আটকাতে পারছে না। গত শনিবার ৫ হাজারের বেশি মানুষ তাজমহল দেখেছেন। এদিকে আগ্রার গৃহহীন মানুষজনকে এই ঠান্ডা থেকে বাঁচাতে তাঁদের জন্য অস্থায়ী ঠিকানার বন্দোবস্ত করেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কম্বল, লেপ, গরম পোশাকও বিতরণ করছে তারা।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *