বিয়ের পিঁড়িতে শচীন তেন্ডুলকরের ছেলে, পাত্রী কে, বিয়ে কবে, সব জানা গেল
শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এবার বিয়ের পিঁড়িতে। কার সাথে বিয়ে হচ্ছে সেটা পরিস্কার হয়ে গেল। কবে চারহাত এক হচ্ছে সেটাও জানা গেল।
ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর বোলার হিসাবে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন। আইপিএল-এও সুযোগ পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকার পর এবার তাঁকে লখনউ সুপার জায়ান্টস দলে নিয়েছে।
সেই অর্জুন এবার নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন। শচীনের ছেলে অর্জুন এবং মেয়ে সারা কিন্তু সংবাদমাধ্যমে যথেষ্ট পরিচিত মুখ। ফলে তাঁদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের কথাও বিভিন্ন সময় সামনে আসে।
অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সানিয়া চান্দোক নামে এক তরুণীর। সেকথা এখন সকলের জানা। অবশেষে তাঁদের সেই প্রেমের সম্পর্ক বৈবাহিক সম্পর্কের দিকে এগিয়ে গেল। প্রেমিকা সানিয়াকেই বিয়ে করতে চলেছেন অর্জুন। সানিয়ার পরিচয় হল তিনি মুম্বইয়ের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে এবং নিজে একজন উদ্যোগী।
অর্জুন এবং সানিয়া চলতি বছরের ৫ মার্চ বিয়ে করতে চলেছেন। তবে ঠিক কতটা ঝলমলে হতে চলেছে সেই বিয়ে সেটা তেন্ডুলকর পরিবার এখনও পরিস্কার করেনি।
অর্জুন ও সানিয়ার সম্পর্কটাই অনেকদিন আড়ালে রাখা হয়েছিল। গত অগাস্ট মাসে তাঁদের বাগদানও হয়ে যায় বলে খবর। যদিও সেই অনুষ্ঠান একেবারেই নিজেদের মধ্যে রেখেছিল ২ পরিবার।
তবে সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর অনুযায়ী ৫ মার্চ বিয়েটা হচ্ছে। সকলের অনুমান শচীন তেন্ডুলকরের ছেলের বিয়ে দেখার মতই হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












