Entertainment

জন্মদিনে ‘বিশেষ’ উপহারের বন্যা, আপ্লুত আলিয়া ভাট

বৃহস্পতিবার ২৫ বছরে পা দিলেন ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। বৃহস্পতিবার সকাল হওয়ার অপেক্ষা ছিল শুধু। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানতে হাপিত্যেশ করে বসে ছিলেন তাঁর অনুরাগীরা। দিনের আলো ফুটতেই আলিয়া ভেসে যেতে থাকেন অভিনন্দনের বন্যায়। জন্মদিনের মিষ্টি বার্তায় ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’-কে শুভেচ্ছা জানান পরিচালক প্রযোজক করণ জোহর। জন্মদিন বলে কথা। বুধবার আমির খান ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিয়েছেন। বিশেষ দিনে ভক্তদের আলিয়াও দিলেন বিশেষ উপহার। আসন্ন ছবি ‘রাজি’-তে তাঁর প্রথম লুকের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সেই ছবি অবশ্য জন্মদিনে তাঁকে উপহার দিয়েছেন তাঁর মেন্টর করণ জোহর।

এত অল্প বয়সে নিজের সেরাটুকু দিয়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন আলিয়া। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবি দিয়ে পথ চলা শুরু হয় তাঁর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘হাইওয়ে’, ‘কাপুর অ্যান্ড সনস’, ‘উড়তা পঞ্জাব’-এর মত ছবির হাত ধরে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেন তিনি। এখনও আরও পথ চলা বাকি।

মেয়ের এমন আকাশছোঁয়া সাফল্যের আনন্দ এদিন চেপে রাখতে পারেননি ‘আলু’-র বাবা। সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ছবি পোস্ট করেছেন মহেশ ভাট। তলায় দিয়েছেন মানানসই স্নেহমাখা ক্যাপশন, ‘ছোট্ট মেয়ের মধ্যে বিরাট মাপের জাদু… শুভ জন্মদিন আলিয়া’। ঘনিষ্ঠ বান্ধবীর জন্মদিনে নস্টালজিক হয়ে পড়েন আলিয়ার ‘বেস্ট ফ্রেন্ড’ পেশায় ডিজাইনার মাসাবা গুপ্তাও। ইন্সটাগ্রামে গোলগাপ্পা অচেনা আলিয়ার বেশ কিছু স্টিল ছবি পোস্ট করেন তিনি। সেইসব ছবিতে শৈশবের আলিয়াকে চেনা সত্যিই দায়! পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা বিশেষ মুহুর্তের আবেগঘন ছবিতে নিমেষের মধ্যে পড়ে যায় কয়েক লক্ষ লাইক। জন্মদিনে আপনজনদের থেকে এমন বিশেষ সব উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন আলিয়াও। বাবা মহেশ ভাটের বুকে বসে ছোট্ট আলু খেলা করছেন। এমন একটি নস্টালজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাল্টা আপলোড করেন ‘বার্থ ডে গার্ল’ আলিয়া।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button