Entertainment

আমিশার সঙ্গে ঝগড়ার জন্যই কি গদর ২-এর পার্টিতে যাননি, উত্তর দিলেন করিনা

আমিশা প্যাটেল ও করিনা কাপুরের নাকি খুব ঝগড়া। এটা বলিউডে কান পাতলে শোনা যায়। সেজন্যই কি করিনা কাপুর খান গদর ২-এর সাফল্যের পার্টিতে অনুপস্থিত রইলেন?

করিনা কাপুর খান গদর ২-এর সাফল্যের পার্টিতে হাজির হননি। সেই তারকাখচিত পার্টিতে কেন দেখা গেলনা করিনাকে? এটা নজর কেড়েছে করণ জোহরেরও। তাই নিজের একটি শোতে তিনি সরাসরি করিনাকে একথা জিজ্ঞেস করেই ফেললেন। কফি উইথ করণ অনুষ্ঠানে এসেছিলেন করিনা ও আলিয়া ভাট।

সেখানে করণ সরাসরিই জিজ্ঞেস করেন করিনা কি আমিশা প্যাটেলের জন্যই ওই পার্টিতে গেলেন না। করণ এটাও বলেন যে করিনা ও আমিশার মধ্যে পুরনো ঝগড়ার কথা শোনা যায়। সেজন্যই কি এই এড়িয়ে যাওয়া? এ প্রশ্নের উত্তরে করিনা বলেন, কিসের ঝগড়া! বোঝা যায় প্রশ্ন এড়িয়ে যেতে চাইছেন করিনা।

করণ জোহর অবশ্য বেশ স্পষ্ট করেই জানান, কহো না পেয়ার হ্যায় সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে করিনা কাপুরকেই তখন নায়িকা হিসাবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে বদলে যায় নায়িকা।

আমিশা প্যাটেল করিনাকে সরিয়ে নায়িকা হয়ে যান। ওই সিনেমা সুপারহিটও হয়। তারপর থেকেই নাকি করিনা ও আমিশার খুব ঝগড়া।


তবে এই প্রসঙ্গটি যে করিনা এড়িয়ে যেতে চাইছেন তা বুঝে এরপর আর বিশেষ এ নিয়ে কথা বাড়াননি করণ। তবে করিনাকে প্যাঁচে ফেলার চেষ্টা ছাড়েননি।

করণ এরপর জিজ্ঞেস করেন দীপিকা পাড়ুকোনকে করিনা প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা। করিনা এর উত্তরে বলেন, এ প্রশ্নটা তাঁর জন্য ছিলনা, ছিল আলিয়া ভাটের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button