Entertainment

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের


অক্ষয় কুমারের সময়টা ভাল যাচ্ছেনা। ইতিমধ্যেই এবিভিপি-র পাশে দাঁড়িয়ে দেশের একটা বড় অংশের বিরাগভাজন হয়েছেন অক্ষয় কুমার। এই অবস্থায় ফের এক নতুন বিপত্তির মুখে পড়েছেন তিনি। একটি বিজ্ঞাপনে তাঁর অভিনয় তাঁকে আইনি জটিলতায় জড়িয়ে দিয়েছে। অক্ষয় কুমারের বিরুদ্ধে মুম্বইয়ের ওরলি পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের হয়েছে।


বিজ্ঞাপনটি একটি কাপড় কাচার পাউডারের। ওয়াশিং পাউডারের ওই বিজ্ঞাপনে দেখা গেছে অক্ষয় কুমার একজন মারাঠা রাজা। তিনি একটি যুদ্ধজয় করে ফিরেছেন। যুদ্ধ করতে গিয়ে তাঁর সেনাদের পোশাক নোংরা হয়েছে। আর তা নিয়ে এক সেনার স্ত্রী টিপ্পনী কাটছেন। তিনি বলেন যে কিসের যুদ্ধ জয়ের আনন্দ, এবার তো নোংরা কাপড় তাঁকেই কাচতে হবে।


যার উত্তরে রাজা অর্থাৎ অক্ষয় কুমার বলছেন যে তাঁর সেনা যদি যুদ্ধ জয় করতে পারে, তবে তারা নোংরা কাপড়ও অনায়াসে কেচে ফেলবে। অক্ষয় কুমারকে এরপর নোংরা কাপড়কে ওই ডিটারজেন্ট দিয়ে কাচতে দেখা যায়। নাচতে নাচতে কাচতে থাকেন তিনি। পরে তাঁর রানি এবং ওই সৈন্যের স্ত্রীও অক্ষয়ের সঙ্গে নাচে অংশ নেন। এই ছিল বিজ্ঞাপন যা অক্ষয়কে আইনি জটিলতায় জড়াল।

পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে যে অক্ষয় কুমারের মারাঠা রাজাদের নিয়ে এমন নাচানাচি মারাঠা ভাবাবেগে আঘাত করেছে। মারাঠা সংস্কৃতিকে এই বিজ্ঞাপনে আঘাত করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। ভাবাবেগে আঘাত ও মারাঠা সংস্কৃতিকে নিয়ে মস্করা করার অভিযোগে অক্ষয় কুমারের বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *