National

অমিতাভ, শাহরুখ, অক্ষয় থেকে সুনীল গাভাস্কারদের ওপর রেগে আগুন চিকিৎসকেরা

মনে হতেই পারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার বা সুনীল গাভাস্কার, কপিল দেবরা কি এমন করলেন যে চিকিৎসকেরা তাঁদের ওপর এমন রেগে আগুন হয়ে গেলেন।

অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা চলচ্চিত্র জগতের উজ্জ্বল তারকা। সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সেহওয়াগ বা ক্রিস গেইলরা ক্রিকেট দুনিয়ার বড় নাম। তাঁদের সঙ্গে চিকিৎসকদের তো কোনও বিরোধ নেই।

তাহলে চিকিৎসকেরা এমন রেগে গেলেন কেন এঁদের ওপর? চিকিৎসকদের কোপে পড়তে হয়েছে কয়েকজন বাছাই সিনেমা তারকা এবং ক্রিকেট তারকাকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

চিকিৎসকদের ক্ষোভ অন্য জায়গায়। তাঁদের বক্তব্য, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিংরা সেইসব ব্র্যান্ডের বিজ্ঞাপন করে চলেছেন, যারা গুটখা প্রস্তুত করে থাকে।

এমনকি সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্রিস গেইল, বীরেন্দ্র সেহওয়াগরাও ঠিক একই কাজ করছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মত জনপ্রিয় মানুষরা এই ব্র্যান্ডগুলির প্রচার করে চলেছেন।

সেই সব সংস্থা যারা ধোঁয়া ছাড়া তামাক বানায়। এসব তামাক চিবিয়ে খেতে হয়। মুখে দীর্ঘ সময় তা থাকে। ভারতের এই গুটখা এখন এশিয়া জুড়েই ছড়িয়ে পড়েছে। যা মানুষের পক্ষে হানি কারক।

গুটখা যেখানে বর্জন করার কথা এসব তারকাদের প্রচার করা উচিত, সেখানে তাঁরা সেই ব্র্যান্ডগুলির প্রচারে মনোযোগ দিচ্ছেন, যেগুলি মানুষের ক্ষতি করছে।

চিকিৎসকদের মতে, ক্রিকেটার এবং চিত্রতারকারা এ দেশে অত্যন্ত জনপ্রিয়। তাঁরা যদি এসব ব্যান্ডের প্রচার করেন তাহলে তা সব বয়সের মানুষকেই প্রভাবিত করবে। বিশেষত কমবয়সীদের গুটখার প্রতি আকর্ষণ বাড়তে পারে। যা কখনওই কাম্য নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *