Entertainment

সিনেমার পর্দা নয়, অক্ষয় কুমারের মুখরক্ষা করল অন্য মাধ্যম

বলিউডের অন্যতম সফল নায়ক অক্ষয় কুমারের কিন্তু এক বছরে মুখ রক্ষা করতে পারল না সিনেমার পর্দা। বরং এ যাত্রায় তাঁকে উতরে দিল অন্য মাধ্যম।


বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সিনেমায় থাকলে সে সিনেমা সাধারণত ব্যর্থতার মুখ দেখে না। এমন একটা কথা বলিউডে কান পাতলেই শোনা যায়। এজন্য অক্ষয় কুমার মানেই অতি বিশাল অঙ্কের পারিশ্রমিকও।


সেই অক্ষয় কুমারের পৃথ্বীরাজ থেকে রক্ষাবন্ধন, ২০২২ সালে মুক্তি পাওয়া একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যবসা দিতে পারেনি সিনেমাগুলি।


ফলে অক্ষয় কুমার যেজন্য বিখ্যাত সেই হিট হওয়া উল্টো স্রোতে বয়েছে। এটা চর্চার কেন্দ্রেও বারবার উঠে এসেছে ২০২২ সালে। অক্ষয় কুমারের মত একজন তারকার এতটা খারাপ সময় কাটছে কেন তা নিয়েও চর্চা চলেছে।

একের পর এক সিনেমার মুখ থুবড়ে পড়াটা যেখানে অক্ষয় কুমারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল সেখানে ২০২২ সালে তাঁর মুখ রাখল একদম অন্য মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম অবশেষে অক্ষয়কে একটা স্বস্তি এনে দিল। হারাতে দিল না আত্মবিশ্বাস।


২০২২ সালে ওটিটি-তে অক্ষয় কুমার অভিনীত ‘কাটপুতলি’ সিনেমাটি মুক্তি পায়। যদিও বিষয়বস্তু নতুন নয়। তবে এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি দর্শকদের মন জয় করে নেয়।


অক্ষয় কুমার ও রাকুল প্রীত সিং-এর কাটপুতলি ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা সিনেমার তকমা পেয়েছে। ফলে ওটিটিতে এটি সুপারহিট।


এই ওটিটি-ই অবশেষে অক্ষয়ের মুখ রক্ষা করল। সিনেমার পর্দা যা ২০২২ সালে অক্ষয় কুমারকে দিতে পারল না, তা দিয়ে গেল ওটিটি প্ল্যাটফর্ম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *