Entertainment

বিরল কৃতিত্ব, সারা বিশ্বে ৪ নম্বরে অক্ষয় কুমার

বিরল কৃতিত্ব তো বলাই যায়। কারণ যেখানে হলিউডের মহাতারকারা রয়েছেন, সেখানে কেবল ভারতীয় সিনেমায় অভিনয় করে চতুর্থ সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে বিশ্ব তালিকায় নিজের জায়গা করে নেওয়া মুখের কথা নয়। যা করে দেখালেন অক্ষয় কুমার। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সিনেমা করে অক্ষয় কুমারের উপার্জন ছাপিয়ে গেছে হলিউডের সুপারস্টার উইল স্মিথ, ব্র্যাডলে কুপার বা অ্যাডাম স্যান্ডলারদের। যা কার্যত চমকে দেওয়ার মত। ফোর্বস ডট কম এই তালিকা প্রকাশ করে জানিয়েছে অক্ষয় এই ১ বছরে রোজগার করেছেন ৬৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৪৬৭ কোটি টাকা।

অক্ষয় কুমার সিনেমায় আত্মপ্রকাশ করেন মহেশ ভাটের ‘আজ’ নামে একটি সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয় দিয়ে। নব্বইয়ের দশকে ‘খিলাড়ি’ নামে সিনেমায় অভিনয়ের পর অক্ষয় কুমারকে চিনতে শুরু করেন দর্শকরা। দ্রুত অক্ষয় হয়ে ওঠেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। ‘সবসে বড়া খিলাড়ি’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘মোহরা’-র মত অ্যাকশনধর্মী সিনেমায় অক্ষয় কুমার নিজের জায়গা করে নেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২০০০ সাল থেকে অক্ষয় নিজের ধরণ বদলে অ্যাকশনের জায়গায় কমেডি সিনেমায় অভিনয় বাড়ান। ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভাগম ভাগ’, ‘ওয়েলকাম’, ‘ভুলভুলাইয়া’, ‘হাউসফুল’ একের পর এক সিনেমা হিটও করে। এর পর একে একে করতে থাকেন ‘রাউডি রাঠোর’, ‘ওএমজি-ওহ মাই গড!’, ‘হাউসফুল ৩’, ‘স্পেশাল ২৬’, ‘জলি এলএলবি ২’, ‘হলিডে’, ‘বেবি’, ‘এয়ারলিফট’। ‘রুস্তম’ সিনেমায় অভিনয়ের জন্য জীবনে প্রথম জাতীয় পুরস্কার পান।

ফের ধরন বদলে ২টি সামাজিক সিনেমায় অভিনয় করেন। ‘প্যাডম্যান’ ও ‘টয়লেট-এক প্রেম কথা’। অক্ষয় কুমার সিনেমায় আছেন। অথচ সেই সিনেমা বক্স অফিস পেলনা। এটা সাধারণত দেখা যায়না। তাঁর শেষ ১০টি ছবিই হিট। যারমধ্যে রয়েছে ‘গোল্ড’, ‘০.২’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’। ‘মিশন মঙ্গল’ এখন চলছে। সবই ১০০ কোটির গণ্ডি পার করেছে।

ফোর্বস প্রকাশিত তালিকায় অক্ষয় কুমার সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত হিসাবে ৪ নম্বরে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন হলিউড তারকা মার্কিন অভিনেতা ডোয়েন জনসন। ২ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার সুপারস্টার ক্রিস হেমসওয়র্থ। অক্ষয় কুমারের পরে রয়েছেন অ্যাভেঞ্জারস-এর তারকারা থেকে জ্যাকি চ্যাং সকলেই। এটা অবশ্যই ভারতীয় সিনেমার এক তারকার কাছে বড় প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *