Entertainment

ইন্সটাগ্রামে পা রাখলেন ঐশ্বর্য


অবশেষে ভক্তদের আবদার মেটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ার জগতে ‘জন্ম’ হল নীলনয়না ঐশ্বর্য রাই বচ্চনের। বলিউডের ডাকসাইটে সুন্দরী অভিনেত্রীর শ্বশুরমশাই অনেকদিন ধরেই সোশ্যাল সাইটের সক্রিয় ব্যক্তিত্ব। ট্যুইটারে তিনি রীতিমত ‘অ্যাক্টিভ’। খেলা হোক বা রাজনীতি, কোনও উল্লেখযোগ্য ঘটনা হোক বা কোনও সমসাময়িক সমস্যা। অথবা কোনও মৃত্যুর খবর। বিগ বি তাঁর প্রতিক্রিয়া ট্যুইটার বা ব্লগে জানাতে খুব বেশি সময় নেন না। এদিকে ঐশ্বর্যার স্বামী অভিষেকও সোশ্যাল সাইটে ভালমতোই সক্রিয়। কিন্তু সোশ্যাল মিডিয়া নাড়াঘাঁটা করার তাগিদটা বোধহয় কোনও সময়ই অ্যাশের মনে চাড়া দেয়নি। নিজেকে সোশ্যাল সাইটের অন্তরালে রাখতেই পছন্দ করে এসেছেন তিনি।


অবশেষে তাঁর সোশ্যাল সাইটের জগতে পা না রাখার ধনুক ভাঙা পণ ভাঙল। ইন্সটাগ্রামের বৃহত্তর সংসারে প্রবেশ করলেন ঐশ্বর্য। কান চলচ্চিত্র উৎসবে সপ্তদশতম পদার্পণের ঠিক আগে ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুললেন ৪৪ বছরের অভিনেত্রী। প্রথম আবির্ভাবেই অনুরাগীদের মন হরণ করে নেয় অভিনেত্রীর প্রথম পোস্ট। শুক্রবার ইন্সটাগ্রামে একটি ছায়াঘন স্টিল ছবি পোস্ট করেন অভিষেক বচ্চনের ঘরণী। ছবিতে সদ্যোজাত আরাধ্যার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। ছবির সঙ্গে মানানসই একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন ঐশ্বর্য। লিখেছেন, এবং আমি জন্ম নিলাম আবার। প্রিয় অভিনেত্রীর জীবনের বিশেষ মুহুর্তের সেই ছবিতে চোখের নিমেষে লাইকের সংখ্যা ছাড়িয়ে যায় হাজারের ঘর। ঐশ্বর্যের প্রথম পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করতে ছাড়েননি কর্তা অভিষেক বচ্চন। মজার ছলে তিনি লিখেছেন, মিসেস বি, ফটো ক্রেডিটটা দিলেন না যে! ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @aishwaryaraibachchan_arb






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *