Entertainment

হাসপাতালে ভর্তি ঐশ্বর্য, আরাধ্যা

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হল। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

মুম্বই : অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন, ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ১২ জুলাই। করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার পর একই দিনে ২ জনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরে বচ্চন পরিবারের আরও ৩ সদস্য জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা অভিষেক বচ্চনের লালারস পরীক্ষা হয়। তাতে জয়া বচ্চন নেগেটিভ এলেও ঐশ্বর্য ও তাঁর মেয়ের করোনা পজিটিভ আসে।

অভিষেক এরপর হাসপাতাল থেকেই সোশ্যাল সাইটে জানান তাঁর স্ত্রী ও কন্যা হোম আইসোলেশনেই থাকবেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হবে না। কিন্তু শুক্রবার সন্ধেয় ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যাকে নানাবতী হাসপাতালেই ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে ঐশ্বর্য ও আরাধ্যা ২ জনেরই শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি হন। তাঁদের সামান্য জ্বরও রয়েছে।

ঐশ্বর্য রাই এবং আরাধ্যা হোম আইসোলেশনে ছিলেন এতদিন। ছিলেন বচ্চন পরিবারের জলসা নামে বাড়িতে। যা মুম্বই পুরসভা কন্টেনমেন্ট জোন বলে চিহ্নিত করেছে। অমিতাভ, অভিষেকের পর ঐশ্বর্য ও আরাধ্যাও হাসপাতালে ভর্তি হওয়ায় বচ্চন পরিবারের ৪ সদস্যই হাসপাতালে ভর্তি হলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button