World

২টি সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত ১৫

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল ২টি সেনা হেলিকপ্টারের। ঘটনায় মৃত্যু হল ১৫ জনের। মধ্য রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে।

কাবুল : রাতের আকাশে এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। বুধবার গভীর রাতে ২টি সেনা হেলিকপ্টার যাচ্ছিল দেশবিরোধী কার্যকলাপে উত্তপ্ত এলাকার দিকে। ঠিক তখনই ২টি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা, নাকি সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছয়নি, ঠিক কী কারণে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

২টি হেলিকপ্টার মিলিয়ে মোট ১৫ জন ছিলেন। মাঝ আকাশে ২টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর ২টি কপ্টারই ভেঙে পড়ে। যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নাওয়া-ই-বারকজাই জেলায়। লস্কর গাহ শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় ঘটনাটি ঘটে। এই লস্কর গাহ দখলের চেষ্টা কয়েকদিন ধরেই চালাচ্ছে তালিবান।


তালিবান স্থানীয় কিছু জঙ্গির সঙ্গে হাত মিলিয়ে একজোট হয়ে লস্কর গাহ দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে সেখানে আফগান সেনার সঙ্গে তাদের লড়াই চলছে। আকাশপথে তাদের ওপর আফগান সেনা আক্রমণ হানছে।

হেলিকপ্টার ২টি মাঝ রাতে আচমকা তালিবান ঘাঁটিতে হানা দিতেই যাচ্ছিল বলে মনে করা হচ্ছে। এভাবে জঙ্গি ঘাঁটি এর আগেও উড়িয়ে দিয়েছে আফগান সেনা।

কিন্তু এবার সে কাজ সফলভাবে সম্পূর্ণ করার আগেই দুর্ঘটনার কবলে পড়ল সেনা হেলিকপ্টার ২টি। ক্ষতি হল আফগান সেনার। ২টি হেলিকপ্টারের পাশাপাশি ১৫ জন সেনাকে হারাতে হল তাদের।

গত ২৪ সেপ্টেম্বরও আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ে। তদন্তে জানা যায় হেলিকপ্টারটি আকাশে ওড়ার সময় যান্ত্রিক গোলযোগের শিকার হয়। তারপরই সেটি ভেঙে পড়ে। কপ্টারে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কোথাও আক্রমণ হানতে এই হেলিকপ্টার ব্যবহার করে আফগান সেনা। জঙ্গি নিধনের কাজে হেলিকপ্টার আফগান সেনার এখন বড় ভরসা। জঙ্গি ডেরা লক্ষ্য করে সেখানে আচমকাই আকাশ পথে হামলা চালিয়ে ফিরে আসছে এই হেলিকপ্টারগুলি। তাতে গুঁড়িয়ে যাচ্ছে জঙ্গি শিবির। জঙ্গিদের প্রাণ তো যাচ্ছেই, সেইসঙ্গে তাদের বহু অস্ত্রও ধ্বংস হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button