National

ফেসবুক, ট্যুইটারে আধার যোগের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এখন মানুষের জীবনে সোশ্যাল সাইটের গুরুত্ব অপরিসীম। সে ফেসবুক হতে পারে। ট্যুইটার হতে পারে। ইন্সটাগ্রাম হতে পারে। এমন অন্য সোশ্যাল সাইটও হতে পারে। আবার এসব সোশ্যাল সাইটে তৈরি হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্ট। যা ব্যাবহার করা হচ্ছে অনেক খারাপ কাজে। তাই তাতে লাগাম দিতে এবার সোশ্যাল সাইটগুলির অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের দাবি উঠল। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

জনস্বার্থ মামলাটি করেছেন বিজেপির নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়। ডুপ্লিকেট, ফেক ও ঘোস্ট। এই ৩ রকমের অ্যাকাউন্ট তৈরি করে অনেকে সোশ্যাল সাইটের অপব্যবহার করে থাকে। এসব যাতে না করা যায় সেকথা মাথায় রেখেই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। কালো টাকা ব্যবহার করে সোশ্যাল সাইটকে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন বিজেপি নেতা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অশ্বিনী উপাধ্যায়ের দাবি, যত ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট রয়েছে তার ১০ শতাংশই ভুয়ো। তাঁর দাবি, ট্যুইটারে নামী মানুষজন বাদ দিন, খোদ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর্যন্ত ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাই সোশ্যাল সাইটের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিক করার দাবি তুলে বিজেপি নেতা জানিয়েছেন এতে ভুয়ো অ্যাকাউন্ট খোলা বন্ধ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *