World

সন্তান প্রসবের জন্য দেশ ছেড়ে আর্জেন্টিনায় ছুটছেন রাশিয়ার মহিলারা

এমন ঘটনা গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। কিছুটা অবাকও করেছে। রাশিয়া ছেড়ে সেখানকার সন্তানসম্ভবা মহিলারা ছুটছেন আর্জেন্টিনায় সন্তান প্রসব করতে।

রাশিয়া প্রথম বিশ্বের দেশ। সেখানে সুযোগ সুবিধারও অভাব নেই। রাশিয়ার কোনও মহিলা তাঁর সন্তানের জন্ম দেওয়ার পর সেই শিশু রাশিয়ার নাগরিক হবে। এটাও সেই শিশুর জন্য খারাপ কিছু নয়। প্রথম বিশ্বের একটি দেশের নাগরিক হওয়াটা বরং ভালই।

কিন্তু ইদানিং এক অদ্ভুত প্রবণতা রাশিয়ার সন্তানসম্ভবা মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে। তাঁরা সন্তান প্রসব করতে আর্জেন্টিনায় যাচ্ছেন। যাচ্ছেন কারণ তাঁরা চাইছেন তাঁর শিশু জন্মানোর পর রাশিয়ার নয়, আর্জেন্টিনার নাগরিক হিসাবে নাগরিকত্ব পাক।

প্রথম দিকে রাশিয়ার সন্তানসম্ভবা মহিলারা আর্জেন্টিনায় উড়ে এসে দাবি করছিলেন তাঁরা বেড়াতে এসেছেন। কিন্তু পরে দেখা যায় তাঁরা বেড়াতে নয় সন্তান প্রসব করতেই আর্জেন্টিনায় উড়ে আসার ধকল সহ্য করছেন। আর এভাবে এখনও পর্যন্ত ৫ হাজারের ওপর রাশিয়ান মহিলা আর্জেন্টিনায় গিয়ে সন্তান প্রসব করেছেন।

এমনকি অনেকে সন্তান প্রসবের পর সন্তানকে আর্জেন্টিনার নাগরিকত্ব পাইয়ে নিজে ফের রাশিয়ায় ফিরে আসার ব্যবস্থা করছেন। বিবিসি এই খবর প্রকাশ করেছে।


এর পিছনে একটি কারণ অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। তাছাড়া মহিলারা মনে করছেন রাশিয়ার থেকে আর্জেন্টিনায় তাঁদের শিশুরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করবে।

এছাড়া আর্জেন্টিনার পাসপোর্টে ১৭১টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যায়। যেখানে রাশিয়ার পাসপোর্টে ৮৭টি দেশে বিনা ভিসায় প্রবেশাধিকার পাওয়া যায়। আর্জেন্টিনায় রাশিয়ার মহিলাদের সন্তান প্রসবের প্রবণতাকে এখন ‘বার্থ ট্যুরিজম’ বলে ব্যাখ্যা করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button