Sports

উইম্বলডনে অঘটন, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন শারাপোভা

পুরুষ বিভাগে এখনও উল্লেখযোগ্য কিছু না ঘটলেও মহিলা বিভাগে কিন্তু ঘটল। টেনিস বিশ্বের তথাকথিত সবচেয়ে বড় প্রতিযোগিতা উইম্বলডনের মঞ্চ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন মারিয়া শারাপোভা। ৩৬টি এটিপি খেতাব জয়ী মাশা ডোপ কেলেঙ্কারির নির্বাসন কাটিয়ে কিছুদিন আগে ফিরেছেন কোর্টে। মাঝে বেশ কিছুটা বিরতি। তবু তিনি এখনও মহিলা টেনিসের অন্যতম নাম শারাপোভাই। প্রথম রাউন্ডে তাঁর বিপরীতে নামেন রাশিয়ারই ভিতালিয়া দিয়েচেঙ্কো। এখনও কেরিয়ারে চোখে পড়ার মতন কিছু তিনি দেখাতে পারেননি। বয়সও কম। ফলে খাতায় কলমে শারাপোভা এদিন দুর্বল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই খেলতে নামেন। প্রথম সেট জিতেও যান। দ্বিতীয় সেটেও এগিয়ে গিয়েছিলেন ৫-২ ব্যবধানে। অর্থাৎ ম্যাচ জেতার থেকে তখন একটা রাউন্ড দূরে তিনি। আর সেখানেই আচমকা খেই হারান শারাপোভা।

ম্যাচে ফিরতে শুরু করেন দিয়াচেঙ্কো। পরপর জয়। ফলে দ্বিতীয় সেটে দুরন্তভাবে এগিয়ে থেকেও হারতে হয় শারাপোভাকে। তৃতীয় সেটে দিয়াচেঙ্কো আরও ভয়ংকর হয়ে ওঠেন। এই সেটে ৩-৬ এর অনায়াস জয়ের সুবাদে ম্যাচ জিতে যান তিনি। উইম্বলডনে ঘটে যায় ইন্দ্রপতন। ছিটকে যান শারাপোভা। তবে কী ক্লান্তিই হারিয়ে দিল তাঁকে? টেনিস বিশেষজ্ঞরা খেলা দেখার পর সেটাই মনে করছেন। টেকনিকে খামতি নয়, শরীর সাথ দিল না শারাপোভার। আর সেটাই তাঁর হারের অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *