Sports

উইম্বলডন টেনিসে কতগুলো ক্যাম্বিস বল লাগে, সংখ্যা শুনলে কিছুতেই বিশ্বাস হবেনা

উইম্বলডন লন টেনিস দুনিয়ার সবচেয়ে পুরনো ও সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা বলে ধরা হয়। এই প্রতিযোগিতায় প্রতিবছর কটা বল লাগে শুনলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা।

উইম্বলডন টেনিস প্রতিযোগিতা বিশ্ব ক্রীড়াজগতের এক অন্যতম সম্মানজনক প্রতিযোগিতা। যে কোনও লন টেনিস খেলোয়াড়ের কাছে উইম্বলডন জেতা একটা স্বপ্ন। ব্রিটেনে হওয়া এই প্রতিযোগিতায় এ বছর পুরুষদের মধ্যে সেরার শিরোপা জিতেছেন ইতালির ইয়ানিক সিনার।

শক্তিশালী স্পেনের আলকারাসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হন ইতালির এই টেনিস তারকা। যিনি এই প্রথমবার দেশের জন্য উইম্বলডন জয়ের খেতাব এনে দিলেন।

প্রতিবছরই উইম্বলডন বছরের মধ্যভাগের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে ক্রীড়াপ্রেমীদের নজর কাড়ে। এই লন টেনিস খেলতে যে বল লাগে তাকে সাধারণ মানুষ ক্যাম্বিস বল বলেই চেনেন। লন টেনিসে উইম্বলডনের মত প্রতিযোগিতায় এই বল প্রচুর লাগে।

খেলোয়াড়েরা যদি বোঝেন বল ঠিক নেই তাহলে তিনি বল পরিবর্তন করতে থাকেন। কারণ বলের মধ্যে থাকা হাওয়ার চাপ একটু কমলেই সেই বল বদলে ফেলতে হয়।

এমন প্রথমসারির প্রতিযোগিতার মান ধরে রাখার জন্য যা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হল উইম্বলডন প্রতিযোগিতায় মোট কত এমন ক্যাম্বিস বল লাগে? যার উত্তর হতবাক করে দিতে পারে।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব-এর দেওয়া তথ্য অনুযায়ী প্রতিবছর উইম্বলডন প্রতিযোগিতা করতে মোটামুটি ৫৫ হাজার ক্যাম্বিস বলের দরকার পড়ে। যা প্রতিযোগিতা শেষে কিছু বিক্রি করা হয়। সেই বিক্রির অর্থ যায় উইম্বলডন ফাউন্ডেশনের কাছে। বাকি বল টেনিস ক্লাবগুলিকে দিয়ে দেওয়া হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *