State

বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ, মৃত ২

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ধানপোতা গ্রাম। একটি বিয়ে উপলক্ষে সেখানে রকমারি আলোর বাজি তৈরির কাজ চলছিল কয়েকদিন ধরে। শুক্রবারও পুরোদমে চলছিল বাজি বানানোর কাজ। গ্রামবাসীদের দাবি, সকালের দিকে একটা তীব্র বিস্ফোরণের শব্দে চমকে যান তাঁরা। খবর আসে, গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের মাঝখানে যেখানে বাজি তৈরি হয় সেখানেই বিস্ফোরণ হয়েছে।

গ্রামবাসীরা দেখেন, যে ঘরে বসে বাজি বানাচ্ছিলেন কারিগররা, তার আর অবশিষ্ট কিছু পড়ে নেই। প্রবল বিস্ফোরণে উড়ে গেছে ঘরের ছাউনি। চারদিক ঢেকেছে কালো ধোঁয়া আর ছাইয়ের স্তূপে। তার মধ্যে পড়ে কাতরাচ্ছেন কয়েকজন কারিগর। সাথে সাথে গ্রামবাসীরা বিস্ফোরণের খবর দেন পুলিশকে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যারমধ্যে এক কিশোর রয়েছে। আহত আরও ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বাজির মশলা অতি দাহ্য পদার্থ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে মশলা আগুনের সংস্পর্শে চলে আসে। যার জেরে বারুদে ভর্তি ওই কারখানা প্রবল বিস্ফোরণে উড়ে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *