State

খেলা করার অপরাধে ছাত্রের গালে ৩০টি চড় কষালেন অমানবিক শিক্ষক


টিফিন টাইমে হৈচৈ করার শাস্তি দিতে ছাত্রকে খান তিরিশেক চড় ও বেঞ্চে মাথা ঠুকে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায় ভাণ্ডারগাছি গ্রামের একটি বেসরকারি স্কুলে। গত সোমবার টিফিন টাইমে চতুর্থ শ্রেণির ওই ছাত্র তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল। নিজেদের মধ্যে শৈশবের খুনসুটিতে মেতে উঠেছিল তারা। ঠিক সেইসময় শ্রেণিকক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন বাবুলাল চক্রবর্তী নামে এক শিক্ষক। তিনি হঠাৎ চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে ব্যাপক মারধর করা শুরু করেন বলে অভিযোগ। ছোট্ট ছেলের গালে সজোরে ৩০টির মতো চড় মারেন তিনি। এতে ছাত্রটির গালে ৫ আঙুলের কালশিটে দাগ পরে যায়। এমনকি ওই ছাত্রের মাথা বেঞ্চে বেশ কয়েকবার ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ।


আহত ছাত্রকে তার পরিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ছাত্রের পরিবারের তরফ থেকে আমতা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ছাত্রদের মারধর করার অভিযোগ উঠেছে। শিক্ষকের এহেন মারমুখী হয়ে ওঠার ঘটনায় স্কুলের ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আহত ছাত্রটিও এখন ভয়ে স্কুলে যেতে চাইছে না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *