গান্ধীজির নামের আগে ‘মহাত্মা’ উপাধি লেখা থাকবে, রায় মাদ্রাজ হাইকোর্টের

গান্ধীজির নামের আগে ‘মহাত্মা’ উপাধি লেখা বন্ধ করার আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। উল্টে আদালতের মূল্যবান সময় অপচয় করার জন্য জরিমানা ধার্য হল ১০ হাজার টাকা।
১৯১৫ সালে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘মহাত্মা’ উপাধি দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এতদিন ধরে বইয়ে, খাতায়, রাস্তার নামে, এমনকি ভারতীয় টাকাতেও মহাত্মা গান্ধী লেখাটি চাক্ষুষ করেছে আপামর দেশবাসী। কিন্তু গান্ধীজি নিজে কখনো কোনও সরকারি নথি বা অন্য কোথাও সেই উপাধি ব্যবহার করতেন না। তাই ভারতীয় নোটে গান্ধীর নামের আগে ‘মহাত্মা’ লেখা বন্ধ হোক বলে আবেদন জানান এস মুরুগানানথাম নামে এক ব্যক্তি। তিনি বর্তমানে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্কলার গবেষক। তিনি মাদ্রাজ হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশনও দাখিল করেন।
মুরুগানানথামের সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি এম সুন্দরের ডিভিশন বেঞ্চ। ভারতীয় সংবিধানের উপর অনাস্থা প্রকাশের জন্য সংবিধানের ১৪ ও ১৮ ধারা অনুসারে আবেদনকারীকে মোটা অঙ্কের জরিমানাও করে আদালত।