State

সীমান্ত পার করতেই পুলিশের জালে জালনোট কিংপিন

হিন্দি সিনেমার ডনকে ধরতে ১১টি দেশের পুলিশ আদাজল খেয়ে লেগেছিল। আর রিপন শেখকে হন্যে হয়ে খুঁজছিল ভারত ও বাংলাদেশের ১৪টি রাজ্যের পুলিশ। ডনকে পাকড়াও করা অসম্ভব হলেও রিপন ধরা পড়েছে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পরই তাকে মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রিপনকে এনআইএ-র হাতে তুলে দিয়েছে পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র সদস্য কুখ্যাত রিপন শেখের বিরুদ্ধে জঙ্গি নাশকতার পাশাপাশি জাল নোটের কারবার চালানোর অভিযোগ রয়েছে। জালনোটের কিংপিন হিসাবে কুখ্যাত ছিল সে। লিটন নামেই বেশি পরিচিত ছিল এই জোলনোট কারবারি। তাকে জেরা করলে অনেক প্রয়োজনীয় তথ্য মিলবে বলেই মনে করছে পুলিশ।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *