State
প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা সরল দেব

মারা গেলেন প্রাক্তন মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা সরল দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত অসুখে শয্যাশায়ী ছিলেন। এদিন মধ্যমগ্রামে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
বাম জামানায় ফরওয়ার্ড ব্লকের প্রথমসারির নেতা ছিলেন সরল দেব। ছিলেন পরিচিত রাজনীতিবিদও। বারাসত বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন তিনি। ২ বার মন্ত্রীও হন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাম রাজনীতিবিদরা। মৃত্যুর সময় তাঁর পরিবারের লোকজন পাশে ছিলেন।