
কালো ভয়ংকর চেহারার এক মাকড়শাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার পিকনিক পার্ক এলাকায়। অন্যান্য দিনের মত শনিবারও সকালে পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন অনেকে। তখনই পার্কের মধ্যে জীবটিকে ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। গত বছর পশ্চিম মেদিনীপুরে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়শার হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল কেশপুর সংলগ্ন এলাকার মানুষদের জীবন। সেই ভীতি এদিন নতুন করে চাগাড় দেয় নদিয়ায়। যদিও মাকড়শাটি ট্যারান্টুলাই কিনা তা এখনও পরিস্কার নয়। ওটিকে আটকে রেখে বন দফতরে খবর দেন স্থানীয় মানুষজন।