State

পূর্ণিমার কোটালে সমুদ্রের জল ঢুকছে গ্রামে, ঢেউ আছড়ে পড়ছে রাস্তায়

পূর্ণিমার কোটালে বঙ্গোপসাগর ভয়ংকর চেহারা নিয়েছে। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে রাস্তার ওপর। গ্রামে গ্রামে সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে।

বুধবার সকাল থেকে দিঘার চেহারাটাই বদলে গেছে। পুবালি হাওয়ার দাপট ও ঝিরঝিরে বৃষ্টি তো ছিলেই, তার সঙ্গে এদিন সকাল থেকে সমুদ্র তার রূপ বদলে ফেলেছে পূর্ণিমার ভরা কোটালের জেরে।

হাল্কা ছন্দে বালুকাবেলার আছড়ে পড়া ঢেউ এদিন সকালে গার্ডওয়ালে ধাক্কা মারতে শুরু করে। জল চলে আসতে থাকে রাস্তায়। দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত মেরিন ড্রাইভে সমুদ্রের জল থইথই করতে থাকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ক্রমশ খারাপ হতে থাকে পরিস্থিতি। দ্রুত ব্যবস্থা নিয়ে পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরানো হয়। সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ করা হয়।

এদিকে মেরিন ড্রাইভে জল এসে যাওয়া বলেই নয়, দিঘা থেকে শঙ্করপুরের মাঝে অনেকগুলি গ্রামেও সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে। যে বাঁধ দেওয়া রয়েছে তার আশপাশ দিয়ে জল অনেক গ্রামে ঢুকে যায়। অনেক বাড়ির একতলা জলে ভরে যায়।

খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে পড়েন মানুষজন। তাঁদের অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও মানুষকে সরানো হচ্ছে। যাতে জল আরও বাড়লে কোনও বিপদ না ঘটে।

ভাটার সময়ও সমুদ্রের চেহারা বড় একটা ভাল ছিলনা। জোয়ার এলে সমুদ্র এতটাই ভয়ংকর হয়ে উঠছে যে দিঘা জুড়ে সতর্কতা জারি রয়েছে।

পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ধারে পাহারায় রয়েছে পুলিশ প্রশাসন। ঢেউ আছড়ে পড়ায় বেশ কয়েকটি সমুদ্র ধারের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *