
দিঘা থেকে গ্রেফতার হলেন প্রজ্ঞা এন্টারপ্রাইজের কর্ণধার। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান চালিয়ে মানুষকে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রীতিমত ওয়েবসাইট খুলে এই প্রজ্ঞা এন্টারপ্রাইজ মানুষের কাছ থেকে টাকা তুলছিল বলে অভিযোগ। যাঁরা লগ্নি করেন তাঁদের কয়েকজন প্রতারিত হয়েছেন বলে জানিয়ে দিঘা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে পুলিশ। আগামী বৃহস্পতিবার তাকে কাঁথি আদালতে পেশ করা হবে।