
পাহাড় সফরে বুধবার ৩টি নতুন উন্নয়ন বোর্ডের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের ৩টি জনজাতির এই ৩টি বোর্ড তৈরি করে দিলেন তিনি। এদিন মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই বিমল গুরুং জনজাতিদের জন্য আলাদা বোর্ড গঠনের বিরোধী। এদিন মুখ্যমন্ত্রী তাঁর সামনেই ৩টি বোর্ড গঠনের পর এগুলিকে জিটিএয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি করেন বিমল গুরুং। কিন্তু সে দাবিও নস্যাৎ করে দেন মুখ্যমন্ত্রী। এদিকে পাহাড়ের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের সাফল্যও কামনা করেন তিনি। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কড়া ভাষায় সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, কোনও উন্নয়ন নয়, নেহাতই ছুটি কাটাতে মাঝেমধ্যেই পাহাড়ে যান মুখ্যমন্ত্রী। জনজাতিদের নিয়ে উন্নয়ন বোর্ড তৈরি করে আদপে ওসব জনজাতির কোনও উন্নতি হয়না বলেও দাবি করেন অধীরবাবু।